
ফ্রাঙ্কলিন লন্ডনের নট্টিঙ্গহিলে একটি সচ্ছল ইহুদি পরিবারে জন্মগ্রহন করেন।তার বাবা এলিস আর্থার ফ্রাঙ্কলিন (১৮৯৪-১৯৬৪) একজন ব্যংকার এবং মা
মুরিয়েল ফ্রান্সিস ওয়েলি (১৮৯৪-১৯৭৬)। রোজালিন্ড তার পরিবারের বর মেয়ে
ছিলেন। ফ্রাঙ্কলিন একজন অজ্ঞেয়বাদী হিসেবে নিজেকে ঘোষনা করেন।
ছোটবেলা থেকেই ফ্রাঙ্কলিনের বেশ শিক্ষাগত দক্ষতা ছিল। তিনি সেন্ট পল'স গার্লস স্কুলে পড়াশুনা করেন।তিনি বিজ্ঞান, ল্যাটিন ভাষা এবং খেলাধুলায় দক্ষ ছিলেন।
ক্যামব্রীজ এবং দ্বিতীয় বিশ্ব যুদ্ধ
ফ্রাঙ্কলিন নিউনাম কলেজ, ক্যামব্রীজ
এ ১৯৩৮ সালে অধ্যয়ন করতেন রসায়ন বিষয়ের উপর। তার শিক্ষকদের মধ্যে একজন
ছিলেন বর্ণালীবীক্ষনীস্ট ডব্লিউ সি প্রাইস,যিনি পরবর্তীতে কিং′স কলেজে তার
একজন উর্ধ্বতন সহযোগী ছিলেন। ১৯৪১ সালে ফ্রাঙ্কলিন তার শেষবর্ষের পরিক্ষায় দ্বিতীয় শ্রেনীর
গ্র্যাজুয়েট হয়ে উত্তীর্ণ হন। চাকুরীর যোগ্যতা হিসেবে তখনকার সময়ে এটাকে
সম্মাননা ডিগ্রী হিসেবে মূল্যায়ন করা হত।ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় ১৯৪৭
সাল হতে মহিলাদের উপাধিসূচক বিএ এবং এমএ ডিগ্রী প্রদান শুরু করে,যা থেকে
পূর্বের মহিলা গ্র্যাজুয়েটরা বঞ্চিত ছিল।ক্যামব্রীজে তার শেষ বর্ষে ,একজন ফরাসি শরণার্থী,এ্যাডরীন উয়িল এর সাথে তার দেখা হয় যে ম্যারী কুরী এর আগেকার ছাত্র ছিল,যে তার জীবন ও কেরিয়ার নিয়ে খুবই প্রভাবিত করে।তার কাছ থেকেই তিনি ফরাসি ভাষায় কথা বলা শিখেন।
ঐ সময়ে ফ্রাঙ্কলিন ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় এর ভৌত-রসায়ন ল্যাবরেটরিতে রোনাল্ড নরিশ (১৯৬৭ সালের ( রসায়নে নোবেল প্রাইজ বিজেতা ) এর তত্ত্বাবধানে কাজ করতেন এবং ঐ সময়েই বিশ্ববিদ্যালয় এর অনুসন্ধান এর উপর সদস্যপদ লাভ করেন
0 comments:
Post a Comment